হাটহাজারী প্রতিনিধিঃ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত ৩ টি নৌকা ও মাছ ধরার সরঞ্জামসহ ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীদুল আলম এর নেতৃত্বে রবিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত হালদা নদীর নয়াহাট থেকে হালদার মুখ (কর্ণফুলী নদীর শুরু) পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হালদা নদীর নয়াহাট থেকে হালদার মুখ (কর্ণফুলী নদীর শুরু) পর্যন্ত অভিযান পরিচালনা করে ইঞ্জিনচালিত ৩ টি নৌকা ও মাছ ধরার সরঞ্জামসহ ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে। আটককৃত নৌকা রামদাশহাট নৌপুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইডিএফ মৎস কর্মকর্তা রাশেদুল হাসান ও সেচ্ছাসেবী রোশনগির।
Leave a Reply