রাউজানে সূর্য সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন

রাউজানে, সূর্য সেনের, আবক্ষ মূর্তিতে, শ্রদ্ধা নিবেদন

ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে মাস্টারদার জন্মধন্য রাউজানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সূর্য সেনের ৮৮তম ফাঁসি দিবসে চট্টগ্রামের রাউজান সদরে অবস্থিত মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এরপর রাউজান উপজেলা আওয়ামীলীগ,অঙ্গসংগঠন, রাউজান প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দরা।

মাস্টার দা’সূর্য সেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল পালিতের সভাপতিত্বে সূর্য সেন কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাধন পালিত,আ.লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, আব্দুল লতিফ,তছলিম উদ্দিন, যুবলীগ নেতা তপন দে।

এছাড়াও রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম,প্রদীপ শীল, জাহাঈীর নেওয়াজ,নেজাম উদ্দিন রানা, শাহাদাত হোসেন সাজ্জাদ,আরফাত হোসাইন প্রমুখ।

২৪ ঘন্টা/নেজাম রানা/প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *