বিশ্বে করোনা শনাক্ত প্রায় সাড়ে ৩১ লাখ-মৃত্যু ৭ সহস্রাধিক

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় আরো ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনের।

এর আগে গতকাল বৃহস্পতিবার ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন আক্রান্ত এবং ৭ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার, ১৪ জানুয়ারি সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৮০ জন। রাশিয়ায় মৃত্যু ৭৪০ জন, আক্রান্ত ২১ হাজার ১৫৫ জন।

যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৯ হাজার ১৩৩ জন, মৃত্যু ৩৩৫ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন, মৃত্যু ৩১৬ জন। ফ্রান্সে আক্রান্ত ৩ লাখ ৫ হাজার ৩২২ জন, মৃত্যু ২২৫ জন। স্পেনে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ১৬১ জন, মৃত্যু ১১২ জন।

জার্মানিতে আক্রান্ত ৯৩ হাজার ১৫৪ জন, মৃত্যু ২৬১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৬ জন, মৃত্যু ১৯১ জন। ব্রাজিলে মৃত্যু ১৯০ জন, আক্রান্ত ৯৭ হাজার ২২১ জন।

এ ছাড়া তুরস্কে ১৫৩ জন, পোল্যান্ডে ৪৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫৯ জন, ফিলিপাইনে ৮২ জন, কানাডায় ১০৮ জন, মেক্সিকোতে ১৯০ জন এবং ভিয়েতনামে ২০৬ জন মারা গেছেন।

২৪ ঘন্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *