চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাগিচাহাট সংলগ্ন ভাণ্ডারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহণের দুর্ঘটনাকবলিত বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৯৬) যাত্রীরা জানায়, চালকের সঙ্গে তার ছোট্ট ছেলে ছিল। ছেলের সঙ্গে দুষ্টুমি করার একপর্যায়ে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট ভাণ্ডারীপাড়া এলাকায় অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

আহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর থানার মাজুনি এলাকার নেওয়াজ উদ্দীন (২৮), বগুড়া সদরের মো. রিপন (৪১), কুমিল্লার লাকসামের মো. ফয়সাল (৩০), ঢাকার মো. রিয়াদ হোসেন (২৩), কুমিল্লার মো. ইমন খান (১৮), কক্সবাজারের ইসমাইল হোসেন (৫০) ও চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার ফারুক উদ্দীন (৪৫)। আহত বাকি দুজনের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে মো. রিয়াদ হোসেন ও মো. ইমন খান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *