বোয়ালখালীতে আগুনে পুড়ল তিন বসতঘর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে তিন বসতঘর। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডীর লাল মতির বাপের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার এনামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি পৌঁছায়। তবে স্থানীয়রা আগুনে নিয়ন্ত্রণে নিয়ে আসায় ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করতে হয়নি। আগুনে তিনটি ঘরের প্রায় ১০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক জানান, আগুনে রিকশা চালক ইউচুপ, দিনমজুর আবদুল হক ও আফিয়া খাতুনের ঘর পুড়ে গেছে। এ শীতের মধ্যে তারা এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *