সীতাকুণ্ডে ভোরের দর্পণের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সীতাকুণ্ডে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পত্রিকার ২২ বছরে পদার্পন উপলক্ষে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

প্রেসক্লাব এর সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন হোসেন। তিনি বলেন, দেশের উন্নয়নে এবং সকল অপরাধ নির্মুলে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র তথা সাংবাদিকদের লিখনীর কারণে সমাজের বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি সহজে ধরা পড়ে। যার ফলে প্রশাসন তরিৎ গতিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ভোরের দর্পণ সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম দুলু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.নুর উদ্দিন রাশেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন, বক্তব্য রাখেন অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, সাংবাদিক ফারুক আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম বিএসসি, নজরুল ইসলাম, শেখ সালাউদ্দিন, দিদার হোসেন টুটুল, কৃষ্ণ চন্দ্র দাশ,

নির্দেশ বড়ুয়া, জাহেদুল আনোয়ার চৌধুরী, দেলোয়ার হোসেন খান,সাইদুল হক, আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, এস এম ইকবাল হোসাইন, ইকবাল হোসেন রুবেল, সাইফুল ইসলাম রুবেল, সঞ্জয় চৌধুরী, অশোক দাশ, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউছুফ শাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *