১২ সপ্তাহ আগে জন্ম, মেয়ের মা হয়েছেন প্রিয়াঙ্কা

আলোচিত দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস শুক্রবার (২১ জানুয়ারি) মধ্যরাতে নিজেদের ইনস্টাগ্রামে মা-বাবা হওয়ার খবর জানিয়ে বলেছেন, সারোগেসির মাধ্যমে সন্তান এসেছে তাঁদের ঘর আলো করে।

এর বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেননি তাঁরা। তবে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে দাবি করেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ২৭ সপ্তাহে সারোগেসির মাধ্যমে সন্তানের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাঁদের ঘরে কন্যাসন্তান এসেছে। কন্যা সুস্থ না হওয়া পর্যন্ত সে হাসপাতালে থাকবে।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে কন্যাসন্তানের মা-বাবা হওয়ার সুখবর পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাঁরা আশা করছিলেন, এপ্রিলে এমন সুখবর আসবে তাঁদের; সে কারণে পরিকল্পনাও সাজিয়েছিলেন প্রিয়াঙ্কা।

সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া প্রসঙ্গে সূত্রটি ডেইল মেইলকে জানিয়েছে, সন্তান জন্মদানে প্রিয়াঙ্কার কোনো সমস্যা নেই, কিন্তু তাঁর বয়স ৩৯ হওয়ায় সেটা সহজ হচ্ছে না।

‘সারোগেসি’ সন্তান ধারণের একটি পদ্ধতি। এ ক্ষেত্রে সাধারণত গর্ভধারণে অক্ষম কোনো নারীর ভ্রূণ আরেকজন নারী নিজের গর্ভে ধারণ করে সন্তান জন্ম দেন। যে মা গর্ভ ‘ভাড়া’ দেন, তাঁকে বলা হয় ‘সারোগেট মা’। এ ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে তা সারোগেট মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।

শুক্রবার প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি—আমরা সারোগেসির মাধ্যমে একটি সন্তান নিয়েছি। বিনীতভাবে বলছি—এ বিশেষ সময়টুকু একান্তভাবে আমরা নিজেদের পরিবারকে দিতে চাই। অনেক ধন্যবাদ।’

প্রিয়াঙ্কা একাই নন, একই কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন নিকও।

সম্প্রতি এক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি ও নিক ভবিষ্যতে সন্তানের কথা ভাবছেন। প্রিয়াঙ্কার ভাষায়, ‘আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অনেকটা অংশজুড়ে তারা (সন্তান) রয়েছে। ঈশ্বরের আশীর্বাদে যখন (সন্তান) হওয়ার, তখনই হবে।’

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালের ডিসেম্বরে ঘটা করে বিয়ে করেন পপ তারকা নিক জোনাসকে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *