বোয়ালখালীতে বিষপান,৭ দিন পর ঢাকায় গৃহবধূর মৃত্যু

.jpg

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানের ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৈশাখী দে (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহত বৈশাখী দে উপজেলার দক্ষিণ জৈষ্ঠ্যপুরা গ্রামের প্রবাসী সুজন দে এর স্ত্রী। তাদের সংসারে অংকন দে নামের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

স্থানীয়রা জানায়, বৈশাখী দে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে তার ছেলেকে মারধর করে। এ নিয়ে বৈশাখীর শ্বশুড় রণজিৎ দে ও দেবর সুমন দে বকাবকি করেন। এতে বৈশাখী অভিমান করে কীটনাশক খেয়ে ফেলেন।

মুমূর্ষ অবস্থায় স্বজনরা বৈশাখীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে বৈশাখীর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় বৈশাখী শনিবার ভোরে মারা যান।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফরুকী বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *