২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পৌরসদরে বিশেষ অভিযান চালিয়ে দুই মুদি দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গুজবে কান দিয়ে লবনের প্যাকেটের গায়ে লেখা দামের তুলনায় অধিক মুল্য নেয়ার অপরাধে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে নির্বার্হী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
জরিমানা আদায়ের পর রুহুল আমিন দোকানিকে হঠাৎ করে লবণের দাম বাড়তি নেওয়ার কারণ জানতে চাইলে দোকানি সহজ সরল উত্তর দেন, ‘শুনছি দাম বাড়ছে তাই আমিও দাম বাড়াই দিছি’।
রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, হঠাৎ করে সারাদেশে লবণ সংকট ও লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ার আগেই সাধারণ ব্যবসায়িদের সতর্ক করতে মঙ্গলবার রাতেই উপজেলা পৌরসদরের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালায়।
এসময় ক্রেতাদের কাছ থেকে লবণের প্যাকেটের গায়ে লেখার চাইতেও বেশি দাম নেওয়ার অপরাধে পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করা হয়।
প্রথম দিনের অভিযানে মেসার্স মেঝবাহ স্টোরকে ৫শ এবং মেসার্স খোরশেদ স্টোরকে ৫শ টাকা জরিমানা করে সকল ব্যবসায়িকে প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হয়।
তবে ভবিষ্যতে একই অপরাধ ধরা পড়লে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি সকল ব্যবসায়িদের হুশিয়ার করে দেন।
Leave a Reply