নোয়াখালীতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে  সাধারণ সম্পাদক পদপ্রার্থী স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলাবাহিনী।

সংঘর্ষ চলাকালে সম্মেলনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ভাংচুর করা হয়। ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের অনুসারীরা একটি মিছিল নিয়ে জজকোর্ট সড়ক থেকে শহীদ ভুলু স্টেডিয়ামের দিকে যাচ্ছিল। পথে গণপূর্ত অফিসের সামনে যাওয়া মাত্র সম্মেলনস্থল শহীদ ভুলু স্টেডিয়াম থেকে আসা জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর গাড়ি বহর থেকে মিছিলকারীদের ধাওয়া করা হয়।

এ সময় উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পুরো শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ লেগে যায়। ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বুধবার। সকাল ১০টায় সম্মেলনের সভাস্থলে প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কেন্দ্রীয় নেতারা। পরে দুপুর আড়াইটা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

৪৮৫ জন কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সম্পাদক নির্বাচিত করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *