চার বছর পর বিয়ের কথা স্বীকার করলেন মম-শিহাব

নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মমর প্রেম শোবিজের পুরোনো চর্চিত বিষয়। তাদের বিয়ের খবরও বহুবার গুঞ্জন হিসেবে পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

কিন্তু কখনই বিয়ের কথা স্বীকার করেননি তারা। তবে মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠান এবং একই বাসায় তাদের বসবাস করার খবরও চাউর হয়। তবুও বিয়ে বা সম্পর্কের কথা অস্বীকার করেন শিহাব-মম।

এত বছরের জল্পনা-কল্পনার পর অবশেষে বুধবার (২০ নভেম্বর) নিজেদের ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর। নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও জানান তারা।

সহকর্মীরা ভালোবাসামাখা শুভেচ্ছাও জানাচ্ছেন শিহাব-মম দম্পতিকে।

মম তার ফেসবুকে শিহাবের সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য’।

অন্যদিকে শিহাব তার ফেসবুকের ক্যাপশনে লিখেছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’।

মম পরিচালক এজাজ মুন্নার সঙ্গে ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আসে এক পুত্র। ২০১৩ সালের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শিহাব শাহীনও আগে এক বিয়ে করেছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *