২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চকবাজার অলি খাঁ মসজিদের পাশে একটি টং দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় দোকানের গ্যাস সিলিন্ডারে সংযুক্ত চুলোয় আগুন ধরাতে গিয়ে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক জসিম উদ্দীন বলেন, স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে মাত্র ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও টং দোকানের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে দোকানটি পুড়ে অন্তত ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ২০ হাজার টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply