পাচার করার সময় সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
কাভার্ডভ্যানটিতে আনুমানিক তিন লক্ষ টাকার সেগুন ও চাপালিশ রদ্দা কাট ছিল বলে জানান বিট কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকাল ৫ টার সময় গোপন সংবাদের সূত্রে কাভার্ডভ্যানের ভিতর (ঢাকা মেট্রো – ড-১২-১৯৯৭) অবৈধভাবে কাঠ পাচার কালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় জব্দ করা হয়।
ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ বলেন, নিজস্ব সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সেগুন গোল ও রদ্দা কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়।
২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব
Leave a Reply