নানা আয়োজনে সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সীতাকুণ্ডে, আন্তর্জাতিক, নারী দিবস

‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ এ স্লোগানে সীতাকুণ্ডে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে (৮মার্চ) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মুনস্টার কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যলী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর, সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিঠুন,সমবায় কর্মকর্তা মোঃ শহীদ ভূঁইয়া ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ফেরদৌসী আক্তারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শেষে আইজিএ প্রশিক্ষণ শেষ করা ৫০ জন প্রশিক্ষণার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা ভাতার চেক হাতে তোলে দেন প্রধান অতিথি।

নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে ১৮৫৭ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি।

২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *