সীতাকুণ্ডে জরিমানার টাকা পরিশোধ না করায় ক্যাপিটাল পেট্রোলিয়ামের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ডে, জরিমানা,ক্যাপিটাল পেট্রোলিয়াম, মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের সন্ধীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনও ফসলী জমি ভরাট করায় ধার্য্যকৃত ৫০ লাখ টাকা জরিমানা পরিশোধ না করায় ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার বাদী হয়ে এই মামলাটি করেন। এর আগে বালু মহাল আইন না মেনে সাগর থেকে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেডকে তিনবার নোটিশ পাঠায় পরিবেশ অধিদপ্তর।

তবে তারা শুনানিতে অংশ নেয়নি। পরপর এভাবে তিনবার নোটিশ পাঠিয়েও শুনানিতে অংশ না নেওয়ায় ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম।

সেসময় তিনি এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধের পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশও উপেক্ষা করেছে অভিযুক্ত ক্যাপিটাল পেট্রোলিয়াম।

মামলার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, বালু উত্তোলন বন্ধ করা, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নেয়া ও ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলেও তারা আদেশ পালন করেননি তাই বাধ্য হয়ে নিয়মিত মামলা করতে বাধ্য হলাম।

২৪ ঘন্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *