দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় চন্দনপুরাস্থ মাদ্রাসা প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া, খতমে কোরান, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গর্ভনিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম সুজন।
ঈদে মিলাদুন্নবীর আলোচনায় সুজন বলেন আল্লাহপাক নবীজিকে শুধু মুসলিম নয় সকল মানবজাতি এবং সকল সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গীবাদের কোন স্থান নেই। তিনি ছাত্র ছাত্রীকে নবীজির প্রকৃত আদর্শ অনুসরণ করে নিজেদের সুন্দর জীবন গড়ার আহবান জানান।
মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নেছারিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মাওলানা শাখাওয়াত হোসেন, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী, ছাত্র প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামসহ মাদ্রাসার গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিবাবকবৃন্দসহ সর্বস্তরের ছাত্র ছাত্রীবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা হারুনুর রশীদ।
Leave a Reply