সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় বাসের ধাক্কায় প্রাইভেটকার আরোহী ৫ ব্যক্তি আহত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার সময় মহাসড়কের কুমিরা বাইপাসে এ দূর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঢাকামূখী একটি প্রাইভেট কারকে (ঢাকামেট্রো ১২-৭৯০০) চলন্ত অবস্থায় পিছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মা আয়েশা পরিবহন (চট্টমেট্রো-ব ১১-০৬৫৬) নামের একটি ফেনীগামী বাস। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় চালকসহ ৫ প্রাইভেট কার আরোহী। এসময় বাসের ধাক্কায় পিষ্ট হওয়া প্রাইভেটকার থেকে আহত যাত্রীদেরকে উদ্ধার করে স্থানীয়রা।
দূর্ঘটনার পর পর চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায়।
পরে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক ঘাতক বাস ও দূর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। দূর্ঘটনার বিষয়টি স্বীকার করেছেন কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
Leave a Reply