মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : নিখোঁজ হওয়ার এক দিন পর মিরসরাইয়ের কল ঘর এলাকায় রাস্তার পূর্বপাশ্বে ধানি জমি থেকে ফয়জুল হক(৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার সকালের দিকে ফয়জুলের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে। নিহতেরে লাশ বর্তমানে মিরসরাই থানা হেফাজতে রয়েছে।
ফয়জুল হকের বড় ভাই রেজাউল কারিমের ভাষ্য, তার ভাই মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের কাজ করতেন। প্রতিদিন রাতে যেতেন এবং সকালে কাজ শেষে বাড়ি ফিরতেন।
গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বের হলে ফয়জুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিহতের বড় ভাই রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আমার ভাইকে কিডনাপ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছি। তবে সন্দেহের তালিকায় কারো নাম এই মূহর্তে বলতে পারছেন না তিনি।
এদিকে নিহত ফয়জুল একজন ডাকাত সদস্য জানিয়ে ডাকাত সদস্যদের অন্দঃকোন্দলের জেরে ফজু খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মিরসরাই থানার ওসি জাহেদুল কবির। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত ডাকাত সদস্য ফয়জুলের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি মামলা রয়েছে। হত্যাকান্ডের কারণ ও ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
Leave a Reply