‘ফ্রি ফায়ার গেমসে সন্তানের মাত্রাতিরিক্ত আসক্তি দেখে মা বকা দেওয়ায় মো. সিফাত (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩১ শে মার্চ) বিকেল ৪ টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সমদ আলী সিকদার পাড়ার জহির মেস্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
সিফাত এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের পুত্র। সে মগদাই বাজারস্থ উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসার ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইলে ‘ফ্রি ফায়ার গেম’ খেলতে বকা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নিজ শয়নকক্ষে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্নহনন করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিফাত পরিবারের দুই ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় ৷
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, পশ্চিম গুজরায় একটি আত্নহত্যার ঘটনার ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
রাউজান থানার উপ-পরিদর্শক (এস আই) মনির বলেন, ‘ফ্রি ফায়ার গেম’ আসক্তির কারণে বকা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
২৪ ঘন্টা/নেজাম রানা/রাজীব
Leave a Reply