অর্থ আত্মসাৎ : সাবেক সিভিল সার্জনসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

ঢাকা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে দায়েরকৃত এ মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, তিন চিকিৎসক ও চার ঠিকাদারকে আসামি করা হয়। ডা. সরফরাজ খান ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্রাক্তন সিভিল সার্জন ও প্রাক্তন তত্ত্বাবধায়ক, (বর্তমানে অবসরপ্রাপ্ত)।

অপর আসামিদের মধ্যে তিন চিকিৎসক হলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও বাজার দর কমিটির সভাপতি ডা. মো. আব্দুর রব, হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ও বাজার দর কমিটির সদস্য সচিব ডা. বিজন কুমার নাথ, ও জুনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারী) ও বাজার দর কমিটির সদস্য ড. মো. মইন উদ্দিন মজুমদার।

ঠিকাদারদের মধ্যে ঢাকা সেগুনবাগিচা তোপখানা রোডের বেঙ্গল সাইন্টেফিক এন্ড সার্জিকেল কোং প্রোপ্রাইটর মো. জাহের উদ্দিন সরকার, ঢাকা মিরপুরের মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মুন্সী ফারুক হোসেন ও ঢাকা বনানীরপুরাতন ডিওএইচএস এলাকার এ এস এলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ।

তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন। তিনি বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম ও দুনির্তীর মাধ্যমে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাতজনকে আসামি করে (মামলা নং-৪৬ তারিখ: ২৫/১১/২০১৯ খ্রি:) মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি দুদক প্রধান কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

জানা যায়, ২০১৪-১৫ সালে তৎকালীন সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরীর সময়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২টি ভারি যন্ত্রপাতি ক্রয়ে ৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে। ক্রয়কৃত সব যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্যের সাথে রয়েছে ব্যপক ব্যবধান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *