প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

১১ই এপ্রিল (সোমবার) বিকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চুয়েট ডিবেটিং সোসাইটির একটি দল।

বিজয়ী দলের বিতার্কিকরা হলেন- মেহজাবিন ইসলাম, আতকিয়া আতিকা ও হুমায়রা মেহজাবিন সেঁজুতি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন চুয়েটের শিক্ষার্থী হুমায়রা মেহজাবিন সেঁজুতি।

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি চুয়েটে ডিবেটিং সোসাইটিকে যুক্তিবোধের চর্চার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি এ ধরনের সৃজনশীলতা অব্যাহত রাখার আহবান জানান।

উল্লেখ্য, চুয়েট ডিবেটিং সোসাইটি ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে থেকেই যাত্রা শুরু করে। বিগত ২২ বছরে চুয়েট ডিবেটিং সোসাইটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *