গাউসে পাকের আওলাদ হযরত মাওলানা ক্বারী সৈয়দ শাহ আহম্মদ জামাল আশরাফ আল আশরাফী আল জিলানী(মজিআ) পাঁচ দিনের সফরে আজ চট্টগ্রাম আসছেন।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হুজুর কেবলা ভারত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন সেখান থেকে তিনি সরাসরি দরবারে হাশেমী চলে যাবেন।
হুজুর মঙ্গলবার দুপুরের এবং রাতের খাবার মাওলানা সেলিমের বাসায় খাবেন। বিকেলে ঝাউতলার মাহফিলে অংশগ্রহণ করবেন।
বুধবার সকালে হুজুর মান্নান সাহেবের বাসায় নাস্তা গ্রহণ করবেন। তারপর হুজুর কেবলা মাওলানা নিজাম উদ্দীন আশরাফির রাউজানের বাসায় উদ্দেশ্যে রওনা করবেন ,হুজুর সেখানে দুপুরের খাবার খাবেন। সন্ধ্যায় হুজুর কেবলা বায়েজিদে মাওলানা রেজভী সাহেবের দাওয়াতে মাহফিলে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার দুপুরে হুজুর কেবলা সাংবাদিক নুর মোহাম্মদ রানার বাসভবনে দুপুরের খাবার গ্রহণ করবেন। আসরের নামাজের পর হুজুরের উপস্থিতিতে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে একটি আকদ অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব অক্সিজেন নয়াহাট শাহ আমানত মসজিদের মাহফিলে অংশগ্রহণ করবেন হুজুর।
শুক্রবার হাফেজ শাহ আলম নাঈম সাহেব (আশরাফাবাদ দরবার শরীফ ফটিকছড়ি) মসজিদে জুমার নামাজ পড়ার জন্য সুফি সাহেবহুজু অনুরোধ করেছেন। সেখানে জুমার নামাজে তিন থেকে পাঁচ হাজার লোকের সমাগম হবে। সন্ধ্যায় হুজুর ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। রাতে হুজুর বসুন্ধরা আবাসিকে অবস্থান করবেন।
শনিবার দুপুরে হুজুর কলকাতার উদ্দেশ্যে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
Leave a Reply