রাউজানে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে
রাউজান সরকারি কলেজ মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

এরপর রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সংগঠনসহ সর্বস্থরের মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের মুন্সিরঘাটা প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মানুষ নতুন বছরকে স্বাগত জানান।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দার চৌধুরী (বাবুল), উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুণ, উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম,রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজসহ রাউজানের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর প্যানেল মেয়র, কাউন্সিলরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *