২৪ ঘন্টা ডেস্ক : পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটা ও পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় ৪ প্রতিষ্ঠানকে এক লক্ষ সত্তর হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশগত দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ ধার্য্য করা হয়।
এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পতের শর্ত ভঙ্গ করায় চাঁদপুর জেলার হাজীগঞ্জের মেসার্স রনি ব্রিক্স ২ কে এক লক্ষ পঞ্চাশ হাজার, নোয়াখালী বেগমগঞ্জের রুপসা অটোমেটিক রাইস মিলকে ৫ হাজার এবং ফেনীর ফজলুল হক খান অ্যলুমুনিয়াম ইন্ড্রাস্ট্রিজকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
এছাড়া পাহাড় কর্ত্তনের জন্য কক্সবাজার সদরের পালস স্কুল সংলগ্ন ব্রাক নার্সারীকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
গণমাধ্যমে পাঠানো পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অব্জল কার্যালয়ের পরিচালক মো. মোয়াজ্জেম হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয় চার প্রতিষ্ঠানকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে মোট এক লক্ষ সত্তর হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয় পাঠানো বিজ্ঞপ্তিতে।
Leave a Reply