রাউজানে মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প’র (ইউজিপিডি) আওতায় বাল্য বিবাহ ও যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার উপজেলার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন ও হলদিয়া ইউনিয়নের হযরত ইয়াছিন শাহ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থীরা অংশ নেন।

রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমাজ সেবা কর্মকর্তা মুনির হোসাইন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মিঠু চৌধুরী, মাস্টার মোবারক আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।

দুপুরে হযরত ইয়াছিন শাহ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় আওয়ামী লীগ নেতা এস এম বাবর, রুনু ভট্টচার্য্যসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *