নাটোরের গুরুদাসপুরে প্রবাসী আবুল কাশেমকে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার একমাত্র আসামি কেনান আলীকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ জানায়, কেনান হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিলেন। অবশেষে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহরের ধুলাউড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব আরও জানায়, বিদেশে পাঠানোর কথা বলে কেনান আলীর কাছ থেকে টাকা নেয় আবুল কাশেম। কিন্তু, বিদেশে না পাঠিয়ে গড়িমসি করতে থাকে। একপর্যায়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
বিরোধের জেরে ক্ষুদ্ধ কেনান গত বছরের ৩ নভেম্বর গুরুদাসপুর উপজেলার নাজিরপুর কলেজের সামনে প্রকাশ্যে কাশেমকে হত্যা করে। এরপর আত্মগোপনে চলে যান তিনি।
এন-কে
Leave a Reply