মিরসরাইয়ের প্যানেল মেয়র রাজু ফের হত্যা মামলায় গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি::: চট্টগ্রামের মিরসরাইয়ে চাঞ্চল্যকর শাহাদাত হত্যা মামলায় মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুকে চট্টগ্রামের একটি আদালত কারাগারে পাঠিয়েছেন।

মঙ্গলবার (১০ মে) জুডিশিয়াল আদালত-১ এ হাজিরা দিতে গেলে ম্যাজিষ্ট্রেট জিহান সানজিদা জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। রাজু মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র। এর আগে তিনি ২ মাস ২৬ দিন জেল খেটে জামিনে ছিলেন।

কাউন্সিলর রাজু ২০২১ সালে ২৫ জুন আজিম হোসেন শাহাদাত নামে এক যুবককে নিজ শয়ন কক্ষে অমানষিক নির্যাতন করে হত্যা করেন। নিহতের পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। নিহত শাহদাতের গ্রামের লোকজন কমিশনার রাজুকে হত্যাকারী দাবি করে আন্দোলনে নামলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।

জানাগেছে, মিরসরাই থানা পুলিশ তাকে প্রধান আসামী করে হত্যা মামরার চার্জশীট দালিখ করেছে আদালত বরাবরে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়ালি উল্লাহ জানান, এজাহারের বর্ণনা ও তদন্ত রিপোটের তথ্য অনুযায়ি শাখের ইসলাম রাজুকে প্রধান আসামী করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১০ মে) মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের মো. আক্কাস আলী বাড়ির মো. আক্কাসের স্ত্রী মোছাম্মদ রাশেদা আক্তার ওই কাউন্সিলরের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে রাশেদা ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজুর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে কিছু চিহ্নিত দুস্কৃতকারী তাদের পুরো পরিবারকে নিশ্চিন্ন করতে একের পর এক হামলা চালিয়ে রক্তাক্ত করার কথা উল্লেখ করেন। এছাড়া রাশেদাদের এলাকা ছেড়ে না গেলে পুরো পরিবারকে রাতের আঁধারে আগুন দিয়ে জীবন্ত দ্বগ্ধ করার হুমকি দেয়ার কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সন্ধ্যা নামার পর বেশ কিছু অপরিচিত লোক তাদের বাড়ির আশপাশে ঘুর ঘুর করায় তার পুরো পরিবার এবং আশপাশের বাসিন্দারা প্রতিটি রাত আতংকে কাটানোর পাশাপাশি নিরাপত্তা হীনতায় ভুগছে বলে কান্না বিজড়িত কণ্ঠে জানান।
উল্লেখ্য শাখের ইসলাম রাজু মিরসরাই পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। মাদক, হত্যা, চাদাবাজি, জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়েছে। তার অত্যাচারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার অত্যাচারের ভয়ে আতঙ্কে ভুক্তভোগীরা মুখ খুলতেও সাহস করেনা। মুখ খুললেই তার উপর নেমে আসে অমানবিক নির্যানত। তার নির্যাতনে পঙ্গু হয়েছেন ডজনের অধিক ভুক্তভোগী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *