ট্রেনে ধুমপান করায় ৫ যুবকের কাছ থেকে জরিমানা নিলো ম্যাজিস্ট্রেট

ধূমপান করে জরিমানা

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ট্রেনে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ৫ যুবকের কাছ থেকে ১৩শ টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় চট্টগ্রাম রেলস্টেশন প্লাটফর্মে অপেক্ষমান গোধূলী ট্রেনে অভিযান চালিয়ে এসব ধুমপায়ীদের জরিমানা করা হয়।

জরিমানা দেওয়া ৫ যুবক হলেন,ফরহাদ হোসেন, আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান, ফরিদ মিয়া ও জয় হাসান।

অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ওমর ফারুক। তিনি বলেন, ট্রেনে প্রকাশ্যে ধূমপানের দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অনুযায়ী ৫ যুবকের কাছ থেকে ১৩শ টাকা জরিমানা করে প্রত্যেককে প্রথমবারের মতো সতর্ক করা হয়।

তাছাড়া এদের কাছ থেকে ভবিষ্যতে আর কোন ট্রেনে প্রকাশ্যে ধুমপান না করার স্বর্তে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *