অর্থের বিনিময়ে পদ দেওয়া হবে নাঃ পরশ

অর্থের বিনিময়ে যুবলীগে কাউকে পদ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আজ রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় হাটহাজারীর পার্বতী স্কুল মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগত পকেট ভারী করার জন্য সাংগঠনিক পদ নয়। পদ-পদবির জন্য আমাদের উপঢৌকন দিতে হবে না। অর্থের বিনিময়ে পদ দেওয়া হবে না। অবৈধ উপার্জনের হাতিয়ার হিসেবে যেন যুবলীগকে ব্যবহার করা না হয়।’

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমাদের কমিটি এসেছে। আপনারা মূল্যায়ন করবেন, আমরা মনমানসিকতায় পরিবর্তন আনতে পেরেছি কি না। যুবলীগ মানবিক যুবলীগে পরিণত হয়েছে কি না।’

আগামী নির্বাচনের জন্য যুবলীগের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেন পরশ। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার অর্জন ও সফলতা জনগণের মাঝে তুলে ধরতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। একদিকে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে যুবলীগ, অন্যদিকে লড়াই-সংগ্রামও জারি রাখতে হবে।

নেতাদের উদ্দেশে পরশ বলেন, ‘যুবলীগের আইন সম্পাদক হবেন, কিন্তু নেতা-কর্মীদের আইন সেবা দেবেন না, স্বাস্থ্য সম্পাদক হয়ে নেতা-কর্মীদের স্বাস্থ্যের খবর রাখবেন না, তা হয় না। যুবনেতাদের সুশৃঙ্খল হতে হবে।’

ত্যাগী নেতাদের যুবলীগের কমিটিতে স্থান দেওয়ার পরামর্শ দেন পরশ। তিনি বলেন, ‘আমাদের উচিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দলের মধ্যে ভুঁইফোড়দের রামরাজত্ব বন্ধ করতে হবে। ত্যাগী ও জেল-জুলুম সহ্য করা নেতাদের মূল্যায়ন করতে হবে।’

সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *