চট্টগ্রামে করোনা ভইরাসের সংক্রমণ নিয়ে নতুন করে আরো ২ জন শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত দুজনই চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৬শ ৫২ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ১১১ জন এবং ৩৪ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগর ও উপজেলা পর্যায়ে কোথাও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।
জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৬২ জন। এর মধ্যে ৭শ ৩৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ২৮ জন।
আজ সোমবার (৩০ মে) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে মোট ১৫২ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় আর প্রথম মৃত্যুর তথ্য পাওয়া যায় ২০২০ সালের ৯ এপ্রিল।
Leave a Reply