চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজে বার্জের ধাক্কা

চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ নম্বর বার্থে নোঙর করা কন্টেইনার জাহাজ এমভি এক্সপ্রেস কোহিমাকে ধাক্কা দিয়েছে ‘মদিনা-৭’ নামের একটি বার্জ।

এতে জাহাজটির ‘বে ২২’ (হাল ফ্রেম) এরিয়ায় এক বর্গফুটের বেশি ফুটো হয়েছে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার ছিল।

মঙ্গলবার (৩১ মে) সকালে এমভি এক্সপ্রেস কোহিমাকে টিএসপি জেটিতে নেওয়া হয়েছে মেরামত করার জন্য।

সূত্র জানায়, সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বার্জটি আঘাত হানে কন্টেইনার জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রপ্তানি পণ্যভর্তি কনটেইনার লোড করা হয়েছিল। আঘাতের পর কন্টেইনার লোড-আনলোড অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ব্যালেন্সের জন্য জাহাজে আগে থেকে থাকা ১৩৭ টিইইউস কন্টেইনার আনলোড করা হয়। বন্দর কর্তৃপক্ষ বার্জটি আটকের পর জরিমানা আদায় করে।

এমভি এক্সপ্রেস কোহিমার স্থানীয় এজেন্ট সীকমের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আমাদের জাহাজটি মেরামতের জন্য টিএসপি জেটিতে নেওয়া হয়েছে। সেখানে সার্ভে করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। বার্জের আঘাত পানির লেবেল থেকে উপরে হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *