নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়ানোর জন্য টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মঙ্গলবার (৩১ মে) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।
মুমিনুল অনেক দিন ধরেই ফর্মে নেই। গত ৯ ইনিংসে পাননি দুই অঙ্কের রানের দেখা। এতে অনেকেই মনে করছেন, অধিনায়কত্বের চাপই তার অফ ফর্মের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অধিনায়কত্ব নিয়েও কিছু প্রশ্ন উঠেছিল। এমন পরিস্থিতিতে মুমিনুলকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি উঠছিল নানা মহল থেকে।
সেই ধারাবাহিকতায় মুমিনুল নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করেন মুমিনুল। বৈঠক শেষে মুমিনুল জানান, বোর্ড তার ওপর আস্থা রাখলেও তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন অধিনায়ক কে, জানা যাবে ২ জুন
মুমিনুল বলেন, ‘উনি (বিসিবি সভাপতি) বলেছেন না ছাড়ার জন্য। আমি আসলে জিনিসটা চাচ্ছি না। ব্যক্তিগতভাবে আসলেই চাচ্ছি না।’ অভিমান থেকে এমন সিদ্ধান্ত কি না জানতে চাইলে মুমিনুল বলেন, ‘না, অভিমান থেকে না।’
বাংলাদেশ দল আর ক’দিন পরই যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। তাই বোর্ডকে শীঘ্রই চূড়ান্ত করতে হবে, কে হবেন নতুন অধিনায়ক। গুঞ্জন রয়েছে, সাকিব আল হাসানের হাতে আবারও টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। ২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়লে অনেকটা হুট করেই মুমিনুলের হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দিয়েছিল বিসিবি।
Leave a Reply