হালদা থেকে ১২ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১২ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকাল ১০টার দিকে নৌ পুলিশের একটি দল এই মৃত মাছটি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে হালদা অস্থায়ী নৌ ক্যাম্পের এএসআই ওমর ফারুক বলেন, সকাল আনুমানিক ১০টার আগে আজিমের ঘাট এলাকা হতে ভেসে আসা মৃত কাতলা মাছটি ভেসে আসতে স্থানীয়রা দেখতে পায়।

খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে মৃত কাতলা মাছটি উদ্ধার করি। মাছটির ওজন ১২ কেজি, দৈর্ঘ্য ৩.৫ ফুট, (প্রস্থ ২.৫ পেট বরাবর)। মাছটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছটি হালদা গবেষকদের মাধ্যমে ল্যাবে পাঠানোর কথা জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *