রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবিএম ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি গহিরাস্থ বক্স আলী চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী, মরহুমের ছোট ভাই ব্যবসায়ী এবিএম ফজলে শহীদ চৌধুরী, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, সরোয়ার্দি সিকদার, নুরুল আবছার বাশি, বিএম জসিম উদ্দিন হিরু, ভুপেশ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাব উদ্দিন আরিফ,সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, রোকন উদ্দিন, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সখাওয়াত হোসেন পিবলূসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ ও ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী। মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও কবর জেয়ারত করেন মরহুমের ছোট ভাই রাউজানের সংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সকল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করেন।
Leave a Reply