রাউজানের রমজান আলী হাটে আগুনে পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ৫৫ লক্ষ টাকার ক্ষতি!

রমজান আলীর হাটে আগুন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের সদর ইউনিয়নে আগুনের ঘটনায় তিন ব্যাবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে রাউজান ইউনিয়নের রমজান আলী হাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে মোনাফ কোম্পানীর মালিকানাধীন গাউছিয়া ডেকোরেটার্সসহ পাশ্ববর্তী রকি ও রবির রিকসার গ্যারেজসহ দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।  

স্থানীয় ইউপি সদস্য মোঃ জহির উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে রমজান আলী হাটে আগুণের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে প্রানান্তকর প্রচেষ্টা চালাতে থাকে। এ সময় রাউজান ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দমকল বাহিনীর গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত চারটার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনলে বাজারের শতাধিক দোকান অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।

জানা গেছে, এই ঘটনায় সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতির শিকার হয় আব্দুল মোনাফ কোম্পানীর মালিকানাধীন গাউছিয়া ডেকোরেটার্স। এই ব্যাবসা প্রতিষ্ঠানের ১৯টি জেনারেটরসহ অর্ধ কোটি টাকার ডেকোরেটার্স সামগ্রী সম্পূর্ণ ভষ্মীভূত হয়। পাশাপাশি পাশ্ববর্তী দুটি দোকানের পাঁচ লক্ষাধিক টাকার সরঞ্জামসহ মোট ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

খরব পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে যান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, ইউপি সদস্য মোঃ জহির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *