২৪ ঘন্টা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অতিরিক্ত টাকা বানানো একটা রোগ। এটা যাকে ধরে সে আরও বানাতে চায়। আর সে জন্য মানুষ অসৎ পথ বেছে নেয়।’
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করবে সেটা কোনোভাবেই মেনে নেয়া হবে না। অসৎভাবে আয় করলে মানুষ পেছনে গালি দেয়, বলে অসৎ, চোর। তাই এ পথ পরিহার করতে হবে।
সন্ত্রাস-সহিংসতা বিএনপির পুরানো অভ্যাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষকে যন্ত্রণা দিতে পারে, শান্তি দিতে পারে না। এদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করে জনগণের জীবনমান উন্নয়ন করা আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, এতিমদের জন্য টাকা এসেছে সেই টাকাটা ওদের ভাগ্যে জোটেনি। খালেদা জিয়ার অ্যাকাউন্টে জমা হয়েছে। এতিমের টাকা আত্মসাৎ করার জন্য খালেদা জিয়ার নামে মামলা হয়েছে। সেই মামলায় সে এখন কারাগারে। এটা কোন রাজনৈতিক মামলা না, একেবারে সরাসরি দুর্নীতির মামলা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মানুষের সেবায় কাজ করে। অন্যায়, দুর্নীতি তারা প্রশ্রয় দেয় না। আমরা চাই সৎ পথে আয় করে সবাই সম্মান অর্জন করুক। অসৎ পথে আয় করে, দুর্নীতি করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত-পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা।
সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় প্রধান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পরিবেশন করার হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজারো নেতা কর্মীর করতালি আর শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। এসময় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলীয় প্রধান শেখ হাসিনা।
দ্বিতীয় অধিবেশনে বিকালে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
Leave a Reply