রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের পাশে দাঁড়িয়েছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম এমপি।
বৃহস্পতিবার (৯ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অগ্নিদগ্ধ রোগীদের জন্য তিনি প্রয়োজনীয় ওষুধ, খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, শাহাজাহান ইকবাল, শ্যামল পালিত, প্রিয়তোষ চৌধুরী, আবদুল জব্বার সোহেল, সুমন দে, ম্যালকম চক্রবর্তী, আহসান হাবীব চৌধুরী হাসান, শফিউল আলম, মোঃ সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব, মইনুদ্দিন জামাল চিশতী, শাহরিয়ার হাসান সাকিব, অনিক ভট্টাচার্য প্রমুখ।
Leave a Reply