হালদায় ডিম ছেড়েছে মা মাছ, তিন শতাধিক নৌকাযোগে ডিম সংগ্রহে উৎসবের আমেজ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে তৃতীয় দফায় ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ। তিন শতাধিক নৌকাযোগে ডিম সংগ্রহের সময় নদীতে বিরাজ করছিল উৎসবের আমেজ।

বৃহস্পতিবার (১৬জুন) রাতে থেকে ১৭ জুন বিকাল পর্যন্ত তিন শত নৌকাযোগে ছয় শতাধিক ডিম সংগ্রহকারী নদীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নদীতে নোঙ্গর করে জাল পেতে ডিম সংগ্রহ করছে। শুক্রবার সারাদিন নদীর মাদার্শা রামদাশ হাট, আমতুয়া, নাপিতেরঘাট, আজিমেরঘাট, কাগতিয়া, গড়দুয়ারার বাঁকে ডিম সংগ্রহকারীদের উৎসবমুখর পরিবেশে ডিম সংগ্রহ করতে দেখা গেছে।

হালদা নদী ও মা মাছের গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত হালদার বিভিন্ন পয়ন্টে অবস্থান করে ডিম সংগ্রহকারীদের তথ্য সংগ্রহ করেছেন। উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও নদীতে কাজ করে আসা এনজিও সংস্থা আইডিএফ এর কঠোর নজরধারীর কারণে অনুকুল পরিবেশের ফলে নদীতে প্রচুর মা মাছের বিচরণ আছে।

তিনি আরো বলেন, চলতি বছর নদী থেকে প্রচুর পরিমাণ ডিম সংগ্রহ করতে পারবে। নদীর পাড়ে অবস্থানকারী আইডিএফর এর কর্মকর্তা শাহ আলম বলেছেন বর্ষণের নদীর স্রোত বাড়ার সাথে মা মাছের ডিম দেয়ার পরিমানও বাড়ছে। পর্যাপ্ত ডিম সংগ্রহের কথা জানিয়েছে নদীতে জাল পেতে ডিম সংগ্রহকারী গড়দুয়ারার কামাল সওদাগর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *