আনোয়ারা প্রতিনিধিঃ আনোয়ারায় ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন ইমন হত্যা মামলার চতুর্থ আসামি অংকন নন্দীকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুন ) রাত দশটার দিকে কোতোয়ালি থানাধীন কাজী ডেইরি এলাকা থেকে আশরাফ এর সহপাঠীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
থানা সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যায় কাজীর দেউড়ি এলাকায় এম এ আজিজ স্টেডিয়ামে গানের কনসার্ট চলা অবস্থায় সেখানে আশরাফ হত্যা মামলার চতুর্থ আসামী অংকনকে দেখা যায়। তখন আশরাফের সহপাঠীরা তাকে ধাওয়া করে ধরে কোতোয়ালি থানায় সোপর্দ করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম এস দিদারুল ইসলাম জানান, আশরাফ হত্যা মামলার চতুর্থ আসামিকে কোতোয়ালি থানায় গ্রেফতার করা হয়েছে। আজ আনোয়ারা থানা পুলিশ তাকে বুঝে নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী শুক্রবার রাতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন খুন হন। নিহত আশরাফ উদ্দিন নোয়াখালী জেলার মাইজদী এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তিনি দিলোয়ারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরের দিন ২০ ফেব্রুয়ারি শনিবার আশরাফের বাবা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকারসহ ৫ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply