লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশে চট্টগ্রামের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে এশিয়ান ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে।
উক্ত টুর্নামেন্টে সর্বশেষ ফাইনাল খেলায় কর্ণফুলী ফুটবল দল সাঙ্গু ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের হাতে রানার্আপ ট্রফি তোলে দেন প্রধান অতিথি রাউজান উপজেলার ভাইস -চেয়ারম্যান নুর মোহাম্মদ ও বিশেষ অতিথি কফিল উদ্দিন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বহদ্দারহাট কাঁচা বাজার সমিতির সভাপতি আলহাজ্ব জানে আলম। এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন, উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার ও মোঃ আজম। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মোঃ ইউনুস।
ম্যাচ সেরা ও সেরা গোলদাতা নির্বাচিত হয় ফয়সাল(৭ম শ্রেণি)। সেরা কোচ নির্বাচিত হন শিক্ষক শহিদুল আলম। চ্যাম্পিয়ন দল কর্ণফুলীর পক্ষে অংশগ্রহণ করে আরিফ (ক্যাপ্টেন), রিদুয়ান(সহকারী ক্যাপ্টেন)নাঈম, নিলয়, হৃদয় আইছ, সালমান, ফয়সাল, রায়হান, ইরফান, জাদিদ, মারুফ, আইয়ুস, সাইফ, খলিল ও ইফতি। কোচ এর দায়িত্ব পালন করেন শিক্ষক মো: মামুন।
রানার্স আপ দলের পক্ষে অংশগ্রহণ করেন শহিদুল ইসলাম (ক্যাপ্টেন), রায়হান (সহকারী ক্যাপ্টেন), জুবাইর, সামির, আবদুল্লাহ, কামরুল, সাকিব, ইশফাক, শহিদ, সিকদার, রিজবী, আলিফ, রোহান, সামি ও মানজির। কোচের দায়িত্ব পালন করেন শিক্ষক শহীদুল আলম।
Leave a Reply