দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে কারাতে থেকে দ্বিতীয় সোনা জিতেছে বাংলাদেশ। নিজের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন আল আমিন।
মঙ্গলবার পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন এই অ্যাথলেট। পাকিস্তানি প্রতিপক্ষ জাফরের বিরুদ্ধে ৭-৩ পয়েন্টে জিতেছেন তিনি।
সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী লড়াইয়ে জায়গা করে নিয়েছিলেন আল আমিন।
এর আগে সোমবার তায়কোয়ান্দোয় ছেলেদের ২৯ (প্লাস) বয়সীদের ইভেন্ট পুমসে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দেন দিপু চাকমা।
Leave a Reply