নব্বই দশকের জনপ্রিয় নায়িকা কারিশ্মা কাপুর। অনবদ্য অভিনয় আর একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি।
ভক্তদের জন্য যেমন কোমল এই অভিনেত্রী, নেতিবাচক মন্তব্যের কড়া জবাবেও পারদর্শী তিনি। মুখের ওপর জবাব দেওয়ার সময়ও পিছপা হতেন না কখনও। কারিশ্মা সম্পর্কে কেউ কোনও খারাপ মন্তব্য করলেই সংবাদ মাধ্যম অথবা কোনও পত্রিকার সাক্ষাৎকারে পাল্টা জবাব দিতেন তিনি।
এমনকি, কারিশ্মার পরিবারের সদস্যরাও বাদ পড়েননি। পরিবারের সদস্যদের আপত্তি থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি।
১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ ছবিতে হরিশ কুমারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কারিশ্মার। এ ছবির একটি দৃশ্যে কারিশ্মাকে সুইমস্যুট পরে অভিনয় করতে দেখা যায়। আর এতেই স্পষ্ট কতটা সাহসি মানসিকতার অধিকারী তিনি।
তবে কাপুর পরিবারের মেয়ে হয়ে এত ছোট পোশাক পরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। তবে পরবর্তীতে তার কটু মন্তব্যেরও কড়া জবাব দিয়েছিলেন কারিশ্মা। তিনি বলেছেন, সিনেমার একটি নির্দিষ্ট দৃশ্যের জন্যই কারিশ্মা সুইমস্যুট পরেছিলেন। শাড়ি পরে নিশ্চয়ই তার পক্ষে সুইমিংপুলে নামা সম্ভব নয় বলেও ঋষি কাপুরকে এক প্রকার তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন কারিশ্মা।
বর্তমানে ‘ব্রাউন’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিশ্মা। এর আগে ২০২০ সালে মেন্টালহুড সিনেমায় দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
এন-কে
Leave a Reply