করোনায় শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৯৮ জনের। মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।

এ পর্যন্ত মারা যাওয়া পুরুষদের সংখ্যা ১৮ হাজার ৬৩৫ জন। নারী মারা গেছে ১০ হাজার ৫৬০ জন।

আজ করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং বরিশাল বিভাগের একজন রয়েছেন। তাদের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং দুজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৩৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ এবং ছয় হাজার ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *