সীতাকুণ্ডের বার আউলিয়ায় ইউপি সদস্যের বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

সীতাকুণ্ডের বার আউলিয়ায় সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ওহিদুল আলম চৌধুরীর বড় সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা দিদারুল আলম চৌধুরী’র বাসা থেকে ১টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বার আউলিয়াস্থ ফুলতলা এখলাচুর নুর চৌধুরীর বাড়ির দিদারুল আলম চৌধুরীর দ্বিতীয় তলা বাসা থেকে পুলিশ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে তিনটার দিকে দিদারুল আলম চৌধুরীর বাসার পুর্বপাশ্বে দেওয়াল টপকিয়ে দুষ্কৃতকারীরা দ্বিতীয় তলার বেলকনিতে একটি কেরোসিন ভর্তি বোতলে কাপড় মুড়ানো বস্তুটিতে আগুন লাগিয়ে ছুঁড়ে মারে। এতে বেলকনিতে আগুন ধরে যায।

দিদারুল আলম বলেন, অজ্ঞাত দুষ্কৃতকারীরা আমার বাসার দ্বিতীয় তলায় বেলকনিতে বোমা সাদৃশ্য বস্তুুটি নিক্ষেপ করে পালিয়ে যায়। রাত তিনটার সময় তখন আমরা ঘুমে। ধুঁয়ায় পুরো ঘর অন্ধকারে আছন্ন হয়ে গেলে আমাদের ঘুম ভেঙে যায়। তখন বেলকনিতে গিয়ে দেখা যায় আগুন ঝলছে। দ্রুত পানি দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ ফারুক সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করেন। নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এমন ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, উদ্ধারকৃত বস্তুটি বোমা নয় এটা একটি বোতলে তেল ভরে কাপড় লাগিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *