সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : মায়ের সাথে হাসপাতালে এসে চিকিৎসকের প্রাইভেট কারের চাকাতলে পৃষ্ঠ হযে ঘটনাস্থলেই মারা গেছে মো. সিয়াম নামের তিন বছর বয়সের এক শিশু। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিয়াম মেডিকেলের পার্শ্ববর্তী মৌলভীপাড়া ৫নং ওয়ার্ড পৌরসভা এলাকার বাসিন্দা এবং ওই স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যম্বুলেন্স চালক মো. কামরুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরউদ্দিন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, মঙ্গলবার সকালে তার মায়ের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে শিশু সিয়াম। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাইভেট কারে করে প্রবেশ করেন ওই হাসপাতালের চিকিৎসক প্রিয়াঙ্কা।
তিনি কার থেকে নেমে যাওয়ার পর গাড়ি চালক প্রাইভেট কার নিয়ে চলে যাওয়ার সময় মায়ের হাত থেকে ছুটে দৌড় দেন শিশু সিয়াম। এসময় কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। চিকিৎসক প্রিয়াংকা সম্প্রতি সীতাকুণ্ড মেডিকেলে যোগদান করেছেন বলে হাসপাতালটি সূত্রে জানা গেছে।
Leave a Reply