ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০১ টি ঘর নির্মাণ কার্যক্রম শুরু

রাউজান প্রতিনিধিঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য সুনামগঞ্জের তাহিরপুরে ৩৫০ টি, কুড়িগ্রামে ১৫০ টি ও নেত্রকোণায় ১ টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০ টা থেকে ঘর নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

এ.বি.এম. ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় সুনামগঞ্জের বন্যাদুর্গত তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩৫০ টি ঘর নির্মাণের জন্য আজ ছুটে যান ফারাজ করিম চৌধুরী। ঘর নির্মাণের সামগ্রী হিসেবে ইতোমধ্যে ৭ হাজার পিস ঢেউটিন ও ৫ হাজার পিস বাঁশ সরবরাহ করেছেন তিনি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী তাহিরপুর নির্বাহী অফিসার মোঃ রায়হান কবিরের নিকট হস্তান্তর করেন ফারাজ করিম চৌধুরী।

হস্তান্তর শেষে তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রাম সহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের বিধ্বস্ত ঘর পরিদর্শন করেন ফারাজ করিম চৌধুরী৷

এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ফারাজ করিম চৌধুরী বলেন, “আমাদের এত বড় বড় সব মানবিক কার্যক্রম দেশের সাধারণ মানুষই করেছে। এখানে সাধারণ মানুষের টাকা রয়েছে, কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া উচিৎ নয়৷ আমরা যাতে আগামীতে আরো বেশি কাজ করতে পারি এজন্য দোয়া চাই।”

জানা যায়, ব্যক্তি উদ্যোগে এতো বেশি পরিমাণ ঘর নির্মাণের উদ্যোগ সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। ইতোপূর্বে আর কেউ এতো বেশি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে নি। ফারাজ করিম চৌধুরীর এই উদ্যোগে স্বাগত জানিয়েছে দেশের সাধারণ মানুষ।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির শুরু থেকে পুরোদমে এগিয়ে আসা এই মানবিক তরুণ ইতোমধ্যে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ ও নেত্রকোণায় ৫০ হাজার পরিবারের নিকট ত্রাণ সরবরাহ করার পাশাপাশি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০০ টি গরু জবেহ করে ১০ হাজার মানুষের নিকট মাংস বিতরণ করেছেন। তার এই বৃহৎ কর্মসূচীতে খরচ হচ্ছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *