আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চাল বিতরণ করল সীতাকুণ্ড সমিতির

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের মুরাদপুর বশরতনগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে
১২ বান টিন ও ১১ বস্তা চাউল বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে খুবই দরিদ্র ৩ টি পরিবারকে ৪ বান করে টিন এবং ১১ টি পরিবারকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিলটন রায়, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সমিতির সেক্রেটারী লায়ন নাছির উদ্দিন মানিক, সিনিয়র সহ-সভাপতি লায়ন আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলিম উল্লাহ মুরাদ, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, সমিতির সদস্য মুরাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সেক্রেটারী লিটন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে লিও রিজিওনাল ডিরেক্টর আরফাত ইলাহী, আবুতোরাব কলেজ শিক্ষক লিও নাজিমুজ্জামান রাশেদ, সীতাকুণ্ড পাবলিক স্কুল শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, লিও জুয়েল চৌধুরী সীতাকুন্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এম কে মনির, মো. জায়েদ হোসেন, এডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ যে গত ২৪ নভেম্বর রোববার ভোররাতে রান্নার চুলা থেকে আগুনের লেগে ৭টি বসতিঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *