বার্সায় যাওয়ার আগে লেভান্দোস্কির আবেগঘন স্ট্যাটাস

দীর্ঘ দিনের ক্লাব বায়ার্ন মিউনিখকে বিদায় বলে দিয়েছেন রবার্ট লেভান্দোস্কি। পোলিশ তারকার নতুন ঠিকানা হতে চলেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির প্রক্রিয়া শেষ। শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণা। এর আগেই নিজের পুরোনো ক্লাবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন লেভান্দোস্কি।

অনেক বছর ধরে বায়ার্ন মিউনিখের গুরুত্বপূর্ণ একজন হয়ে ছিলেন পোলিশ স্ট্রাইকার লেভান্দোস্কি। কিন্তু, সময় অনেক গড়িয়েছে। আট বছর কাটিয়ে ফেলেছেন বায়ার্ন মিউনিখে। এবার প্রিয় ক্লাবটি ছাড়ছেন এ তারকা ফুটবলার। কিছু দিন আগে পোলিশ তারকা নিজেই ঘোষণা দিয়েছেন,জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি।

তবে জার্মান ছাড়লেও ক্লাবটির স্মৃতি সারাজীবন মনে রাখবেন পোলিশ স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি আমার সব সতীর্থ, ক্লাবের সব কর্মচারী এবং এফসি বায়ার্নের ম্যানেজমেন্ট সহ যারা আমাকে সমর্থন দিয়ে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার জন্যই আমরা অনেক শিরোপা জিততে পেরেছি। সবার ওপরে আমি সমর্থকদের কৃতজ্ঞতা জানাই-আপনারাই এই ক্লাব তৈরি করেছেন। আমরা খেলোয়াড়রা এখানে কেবল একটা মুহূর্তের জন্য থাকি। আমার জন্য সেই মুহূর্তটা অসাধারণ আটটি বছর এবং এই স্মৃতি সারাটা জীবন আমার মনে থাকবে।’

লেভা আরো লিখেছেন, ‘আমরা সবাই মিলে যা কিছু অর্জন করেছি, সে জন্য আমি গর্বিত। আমি আবারও এই ক্লাবের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তারাই বায়ার্নকে বিশেষ একটি ক্লাব করে তুলেছে।’

লেভাকে নিয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা। আগামী তিন মৌসুমের জন্য এই পোলিশ স্ট্রাইকারকে দলে নিচ্ছে বার্সেলোনা।

ইএসপিএনের খবর অনুযায়ী, লেভান্দোস্কিকে দলে নিতে স্প্যানিশ ক্লাবটির ৪৫ মিলিয়ন ইউরো খরচ হবে। চুক্তিতে সব প্রক্রিয়া ও মেডিকেল শেষ হওয়ার দলের প্রাক-সিজনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

পরবর্তী জোয়ান গ্যাম্পার ট্রফির আগে বার্সেলোনা লেভান্দোস্কিকে মাঠে নামাবে। বার্সেলোনা ৭ আগস্ট ক্যাম্প ন্যুতে মেক্সিকান দল পুমাসের বিপক্ষে খেলবে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *