২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট, টিএসআইদের একঘেয়েমিভাব দূর করে কাজের প্রতি নতুন উদ্দীপনা তৈরি করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির আদলে ডে-অফ প্রথা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।
প্রথমবারের মত ট্রাফিক বিভাগে এ প্রথা চালু করে যুগান্তকারী এ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। বাস্তবায়নে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান।
বুধবার ৪ ডিসেম্বর সকালে সিএমপির জনসংযোগ শাখা থেকে গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত সার্জেন্ট, টিএসআইগণ সপ্তাহের শুক্রবার ও শনিবার পালাক্রমে তাদের পছন্দমত যে কোন একদিন ছুটি পাবেন।
সিএমপি সূত্র জানায়, এ প্রথা চালু হওয়ায় অফিসারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবেন যা আগে ছিল না। কর্মকর্তাদের মধ্যে একঘেয়েমিভাব দূর হয়ে কাজের প্রতি নতুন করে উদ্দীপনা বৃদ্ধি পাবে।
সিএমপির উদ্ধতন কর্মকর্তারা মনে করেন, আগে সপ্তাহের সাত দিন নিয়ম মেনে অফিসারগণ ডিউটি পালন করতেন। ফলে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাওয়া যেত না। এতে ব্যক্তিগত ও পারিবারিক কাজকর্ম সম্পাদন বিঘ্নিত হত।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)’দ্বয়ের আন্তরিকতায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তর ও বন্দর এর সহযোগিতায় সিএমপি ট্রাফিক বিভাগ নতুন এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।
Leave a Reply