ফটিকছড়ির গুলতাজ স্কুল পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিশৃঙ্খলা : থানায় অভিযোগ

ফটিকছড়ি গুলতাজ স্কুল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়ির গুলতাজ স্কুল এন্ড কলেজে এসএসসি প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অনায্য দাবী ও প্রতিষ্টানে হামলা করার হুমকীর পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছে প্রতিষ্টানটি।

গুলতাজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর বাদী হয়ে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে অধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এবারের এসএসসি প্রাক নির্বাচনী পরীক্ষায় আমাদের প্রতিষ্টানে ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তম্মধ্যে ৬৩ জন শিক্ষার্থী সব বিষয়ে কৃতকার্য হয়।

কৃতকার্যদের নির্বাচনী পরীক্ষায় ফরম পূরণ করার সুযোগ দিই। বোর্ডের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণে সুযোগ দিতে পারছিনা। এ নিয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এলাকার বখাটেদের সাহায্যে প্রতিষ্টানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

গতকাল মঙ্গলবার দুপুরে তারা প্রতিষ্টানে দরজা-জানলা ভাংচুর করে। প্রতিষ্টান চলাকালে তারা অন্য শ্রেণির পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুমকী প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জানানো হয় এবং তার পরামর্শ অনুযায়ী থানায় অভিযোগ দায়ের করি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্টানের গভর্নিং বডির সদস্য সোহরাব জব্বার চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ, ফরিদুল আলম, অধ্যাপক খোরশেদুল আলম এনাম, অধ্যাপিকা শাহনাজ শারমিন, মাওলানা আবু তাহের নঈমী, প্রভাষক সৈয়দ মুহাম্মদ মাসুদসহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ক’দিন ধরে এসএসসি’র ফরম পূরণ নিয়ে গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে অকৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্টানের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *